Pegasus: 'রাজ্যের কাছে সমস্ত তথ্য চেয়েও পাইনি', ট্যুইটারে অভিযোগ জগদীপ ধনকড়ের| Bangla News
পেগাসাস কাণ্ড (Pegasus) নিয়ে রাজ্যের কাছে সমস্ত তথ্য চেয়েও পাননি বলে ট্যুইটারে অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। তিনি ট্যুইটে লিখেছেন, মুখ্যসচিবকে জানিয়েও পেগাসাস কাণ্ডে কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি থেকে শুরু করে, কোনও তথ্য মেলেনি। ১৮ ডিসেম্বরের মধ্যে ওই তথ্য পাঠানো হোক। ট্যুইটারে পোস্ট করা চিঠিতে রাজ্যপাল লিখেছেন, '১৫ নভেম্বর মুখ্যসচিবের কাছে নোটিফিকেশন সহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছিল। পেগাসাস ইস্যুতে রাজ্যের কাছে তথ্য চেয়েও পাইনি। নোটিফিকেশনের আগে ও পরে কোনও তথ্য দেওয়া হয়নি। তাহলে কীভাবে রাজ্যপালের মতামত সরকারি নোটিফিকেশনে জায়গা পেল? তাই মুখ্যসচিবকে তলব করা হয়েছে। ১৮ ডিসেম্বর বিকেল ৫ টার মধ্যে সব নথি নিয়ে আসতে বলা হয়েছে।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
