এক্সপ্লোর
Rabindranath Ghosh: কোচবিহারে চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! ফের রবীন্দ্রনাথ-পার্থপ্রতিম সংঘাত| Bangla News
কোচবিহারে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতিম রায়ের বিরোধ চরমে। ‘কাকে কাকে ল্যাং মারেনি, আমাকে ল্যাং মারল ঠিক আছে। মিহির গোস্বামীকে শুধু ল্যাং মারল না, দল থেকে তাড়াল। তারপরে বিনয় বর্মনের ঘাড়ে চেপে বসল, তাকে দল থেকে তাড়াল। তারপর নিজেই বসলেন আসনে, তারপর চলে গেলেন। গিরীন্দ্রনাথ বর্মন এলেন, ভালো মানুষ, সবাইকে বিশ্বাস করে চলতে থাকলেন। এর মধ্যে কবে ফিতে কেটে দিয়েছে। গিরীন্দ্রনাথ বর্মনও বুঝতে পারেননি, আমরাও বুঝতে পারিনি।' কোচবিহার তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কে কটাক্ষ রবীন্দ্রনাথ ঘোষের।
বাংলা
ব্যারাকপুর ক্যান্টনমেন্টে বসানো হল স্বামী বিবেকানন্দের মূর্তি। উদ্যোক্তা ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।
আরও দেখুন


















