Tripura TMC: সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে ত্রিপুরায় কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা | Bangla News
দিনভর সংঘাত। পুলিশের যুক্তি উড়িয়ে আজ আগরতলায় রবীন্দ্রভবনের সামনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসভা। অনুমতি দিল ত্রিপুরা হাইকোর্ট। ধাক্কা বিপ্লব দেব প্রশাসনের।
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে ত্রিপুরায় কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে মামলা। প্রচার বন্ধই উদ্দেশ্য, পাল্টা দাবি কুণাল ঘোষের। উস্কানি দিলে পুলিশ ব্যবস্থা নেবে, পাল্টা হুঁশিয়ারি ত্রিপুরার বিজেপি নেতা সুব্রত চক্রবর্তীর।
বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সবচেয়ে কম ভোট পড়ল খড়দায়। শান্তিপুরে ৭৬ শতাংশ, গোসাবায় (Gosaba) ৭৬ শতাংশ, দিনহাটায় ভোটদানের হার প্রায় ৭০ শতাংশ। ফল প্রকাশ মঙ্গলবার।
চার কেন্দ্রে উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি। খড়দা, দিনহাটায় (Dinhata) বিক্ষোভের মুখে বিজেপি (BJP) প্রার্থী। শান্তিপুরে বিজেপি এজেন্টকে হুমকির অভিযোগ। গোসাবায় বিধিভঙ্গ, অস্বীকার শাসকদলের (TMC)।
খড়দায় আক্রান্ত প্রয়াত কাজল সিনহার (Kajal Sinha) ছেলে। অভিযোগ বিজেপি প্রার্থীর ব্যক্তিগত দেহরক্ষীর বিরুদ্ধে। ভর্তি হাসপাতালে। প্রতিবাদে জয় সাহার গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের।
খড়দায় (Khardaha) আক্রান্ত প্রাক্তন সিপিএম বিধায়ক। দলীয় অফিসের সামনে ইট মেরে তন্ময় ভট্টাচার্যের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নাটক করে মার খাচ্ছেন, পাল্টা পার্থ চট্টোপাধ্যায়।
রাজ্যে করোনায় (Corona) দৈনিক সংক্রমণ ফের হাজারের কাছাকাছি। জোগানের অভাবে আজ থেকে কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ কোভ্যাকসিনের প্রথম ডোজ। মিলবে শুধু দ্বিতীয় ডোজ।