Ramesharam Cafe Blast: মাঝের ১৪ দিন কোথায় ছিল ২ জঙ্গি? ধৃতদের ১০দিনের এনআইএ হেফাজত | ABP Ananda LIVE
NIA Arrest: ১ মার্চ, বেঙ্গালুরুর (bengaluru)রামেশ্বরম (rameshwaram)কাফেতে বিস্ফোরণকাণ্ডে অভিযুক্তরা ১০টিরও বেশি মোবাইল নম্বর ব্যবহার করেছে। চার রাজ্যে গা ঢাকা দিতে ব্যবহার করেছে একাধিক জাল আধার কার্ড।ভুয়ো পরিচয়পত্রের সংখ্যাটা ঠিক কত, সেগুলি কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে, সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। NIA সূত্রে খবর, জঙ্গিদের আধার কার্ডে কর্ণাটক, তামিলনাড়ু ও মহারাষ্ট্রের ঠিকানা মিলেছে। তদন্তকারীদের অনুমান, জাল আধার কার্ডগুলি কর্ণাটকেই বানানো হয়েছিল। এমন কতগুলি আধার কার্ড জঙ্গিরা তৈরি করেছিল, জানতে চায় NIA। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ব্য়াঙ্গালোরে বিস্ফোরণ ঘটানোর পর, ১ হাজার ৮৭৯ কিলোমিটার দূরে, বাংলাকেই সেফ প্লেস হিসেবে বেছে নিয়েছিল সন্দেহভাজন জঙ্গিরা। বিস্ফোরণের ১১ দিন পর কলকাতায় এসেছিল দুই মূল অভিযুক্ত। চেন্নাই থেকে ট্রেনে চড়ে তারা পৌঁছয় কলকাতায়। এরপর ২৮ মার্চ, হাওড়া থেকে বাসে চেপে দিঘায় চলে যায়। তদন্তে এই তথ্যই মিলেছে বলে দাবি করেছে NIA। ১ মার্চ বেঙ্গালুরুতে (Bengaluru)বিস্ফোরণ, বাংলায় (west bengal)কোথায় কোথায় লুকিয়ে ছিল জঙ্গিরা? । ১২ মার্চ কলকাতায়(kolkata), ২৪ মার্চ কোথায় ছিল সন্দেহভাজন আইএস জঙ্গিরা?। দিঘা থেকে দার্জিলিং, কলকাতা থেকে পুরুলিয়া-রুট ম্যাপে একাধিক 'মিসিং লিঙ্ক'।