Amit Shah: 'দিল্লিতে পদ্ম ফুটেছে, চালু হয়েছে আয়ুষ্মান ভারত, এবার বাংলা', হুঙ্কার শাহর
ABP Ananda Live: দিল্লিতে পদ্ম ফুটেছে, চালু হয়েছে আয়ুষ্মান ভারত। এবার বাংলা। সংসদে দাঁড়িয়ে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। খুব শীঘ্রই বাংলায়: অমিত শাহ।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,'শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি করে, তুষ্টিকরণ করছেন।' বুধবার, OBC সার্টিফিকেটের প্রসঙ্গ টেনে তৃণমূল সরকারের বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণ, তুষ্টিকরণ, সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মুসলিম জনগোষ্ঠীকে বিপথে চালিত করেছেন, তাঁদের ভুল বুঝিয়েছেন, তাঁরা জেনারেল ক্য়াটিগরিতে তাঁদের যে শিক্ষিত যুবক-যুবতীরা আছে, মেধা নিয়ে লড়াই করতে পারত, যাদের মেধা আছে, শিক্ষা আছে, তাদেরকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ভোট ব্য়াঙ্কের রাজনীতির স্বার্থে ললিপপ ধরিয়েছিলেন। একটা বিশেষ সম্প্রদায়কে ভুল বুঝিয়ে, তাদের শিক্ষা, স্বাস্থ্য়, কর্মসংস্থান না দিয়ে, শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি করে, তুষ্টিকরণ করছেন, এটা তার সবচেয়ে বড় প্রমাণ।


















