BJP News: ফের রাজ্যে বিজেপির টিম, কসবাকাণ্ডেও টিম পাঠাচ্ছে বিজেপি
ABP Ananda LIVE: ফের রাজ্যে বিজেপির টিম, কসবা গণধর্ষণকাণ্ডেও টিম পাঠাচ্ছে বিজেপি। নাড্ডার নির্দেশে আসছে চার সদস্যের বিজেপি প্রতিনিধি দল । ল' কলেজের ঘটনাস্থল ঘুরে দেখবে চার সদস্যের দল । বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে রিপোর্ট দেবে কমিটি । কমিটিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও পুলিশকর্তা সৎপাল সিংহ । বিজেপির কমিটিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, সাংসদ বিপ্লব কুমার দেব । কমিটিতে রয়েছেন বিজেপি সাংসদ মনন কুমার মিশ্র।
এখনও মেলেনি বকেয়া DA, ২১ জুলাই শহিদ মিনারে কর্মসূচির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের
এখনও মেলেনি বকেয়া DA, জোড়া কর্মসূচি ঘোষণা সংগ্রামী যৌথ মঞ্চের। ২১ জুলাই শহিদ মিনারে কর্মসূচির ডাক যৌথ মঞ্চের । ২১ জুলাই 'মেধার শহিদ দিবস' পালনের ডাক । যাঁরা প্রাতিষ্ঠানিক দুর্নীতির বলি, তাঁরা সবাই যোগ দিন, আহ্বান যৌথ মঞ্চের ২৮ জুলাই নবান্ন চলোর ডাক সংগ্রামী যৌথ মঞ্চের।


















