এক্সপ্লোর
বইয়ের পাতায় সাধারণের আলোচনার পরিসরে 'আর্টিকেল ৩৭০' কে তুলে এনেছেন লেখক সুমিত দত্ত মজুমদার, বইমেলায় অংশ নিলেন আলোচনাতেও
জ্বলন্ত বিষয় নিয়ে লেখা বই। বইয়ের বিষয়, আর্টিকেল ৩৭০। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর দেশজুড়ে অশান্তি কম হয়নি। বিতর্কিত ওই বিষয়কেই সাধারণের আলোচনার পরিসরে নিয়ে এসেছেন লেখক সুমিত দত্ত মজুমদার। আজ কলকাতা বইমেলায় এই নিয়ে আলোচনায়ও অংশ নেন তিনি।
আরও দেখুন

















