এক্সপ্লোর
Advertisement
দু’একটা ছোট ঘটনা ঘটেছে, তাতেই কেন্দ্র ট্রেন বন্ধ করে দিয়েছে: মমতা
জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফের পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের এইট বি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিল রাসবিহারী মোড় হয়ে প্রতিবাদ মিছিল ভবানীপুরের যদুবাবুর বাজারে শেষ হয়। কাল হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত তৃতীয় মিছিল করবেন তৃণমূলনেত্রী। শুক্রবার তৃণমূল ভবনে জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মিছিল শুরুর আগে, বক্তব্য রাখতে গিয়ে যাদবপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন--
* স্বাধীনতার ৭৩ বছর পর পরীক্ষা দিতে হবে নাগরিক কিনা!
* কায়দা করে ভোটে জিতে ভাবছে দেশ দখল করেছি।
* সংখ্যা থাকলে বিল পাস হয়, কিন্তু সংবিধান কি মেনেছো?
* ভারত ধর্মনিরপেক্ষ দেশ, এটা মাথায় রাখবেন।
* কেউ বুঝতে পারেনি, বাংলাই প্রথম আওয়াজ তুলেছিল।
* কাউকে জানতে দেয়নি, কবে বিল পেশ।
* দুপুরে বিল এনে রাতে পাস, আমাদের অনেকে পৌঁছতে পারেনি।
* গায়ের জোরে সব হয় না।
* এই আন্দোলন জয় লাভ করবে।
* বাজার জ্বলছে, আলু-পেঁয়াজ জ্বলছে।
* পোশাক দেখে নাকি চেনা যায়, দেখুন তো চেনা যায়?
* মাথায় টুপি দেখলেই খালি মনে হয়, পোশাক নিজের মতো।
* কবে বলবে গেরুয়া হাওয়াই চটি পরো।
* ঘরে আগুন লাগলে তার আঁচ রামের গায়ে লাগবে, রহিমের গায়েও লাগবে।
* রোটি নেই, কাপড়া নেই, মকান নেই, বলছে মন্দির করব, মসজিদ ভাঙব।
* আন্দোলন যাতে ভেঙে যায়, বিজেপির ছলনার শেষ নেই।
* টুক করে আগুন লাগিয়ে দেবে, আগুন দেখলে নিভিয়ে দেবেন।
* দু’টো ছোট ঘটনা ঘটেছে, ট্রেন বন্ধ করেছে, লোকের কত ভোগান্তি।
* কেন্দ্রকে বলেছি ট্রেন চলাচল চালু করতে।
* স্টেশন প্রেমিসেসের দায়িত্ব ওদের পুলিশের।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement