হামলাকারীরা সশস্ত্র অবস্থায় কীভাবে ঢুকল জেএমইউ ক্যাম্পাসে? প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়েই
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গার্লস হস্টেলে হামলাকাণ্ডে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি SFI-এর। মোদি সরকারের অধীনস্থ দিল্লি পুলিশের সদর দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন। JNU ক্যাম্পাসের বাইরে বিক্ষোভ অবস্থান পড়ুয়াদের। মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ায় পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মোমবাতি মিছিল। JNU হামলাকাণ্ডে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এদিকে, গতকাল রাতে এইমস্-এর ট্রমা সেন্টারে চিকিত্সাধীন আহতদের সঙ্গে দেখা করে পড়ুয়াদের একটি প্রতিনিধিদল। হামলার ঘটনায় JNU-এর রেজিস্ট্রার, প্রোক্টর ও রেক্টরকে তলব করেছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অধ্যাপক-অধ্যাপিকাদের সঙ্গে দিল্লি পুলিশের বৈঠক হয়। অভিযুক্তদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে, জানিয়েছে দিল্লি পুলিশ। রাতে ক্যাম্পাসে ফ্ল্যাগ মার্চ করে তারা।