এক্সপ্লোর
সব গেটেই রয়েছে পুলিশ, ৩টে থেকে খোলা Rabindra Sarovar
শুক্রবারের মতোই শনিবারেও রবীন্দ্র সরোবরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ফলে ছট পুজোর দ্বিতীয় দিনেও পুলিশি ঘেরাটোপের মধ্যে রবীন্দ্র সরোবর। আজও চিত্রটা একই রকম। কোন পুণ্যার্থী সরোবরে প্রবেশ করতে পারেননি। সব গেটের সামনেই পুলিশ মোতায়েন রয়েছে। বিকাল ৩টের পরে সরোবরের দরজা খোলা হয়। সরোবর পরিষ্কার থাকুক, এমনটাই চাইছেন স্থানীয়রা। সকালে প্রাতঃভ্রমণকারীরাও পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন।
আরও দেখুন

















