এক্সপ্লোর
রেললাইনের উপর দিয়ে সেতু, টালা ব্রিজ ভাঙা ও মাঝেরহাট সেতু গড়া নিয়ে রেল - রাজ্য সরকার বৈঠক আজ
মাঝেরহাট ও টালা সেতু নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রেলের বৈঠক। পূর্ব রেলের ,সদর দফতর ফেয়ারলি প্লেসে বৈঠকের আয়োজন। রাজ্য সরকারের তরফে উপস্থিত মুখ্যসচিব রাজীব সিন্হা। রেলের উচ্চ পদস্থ কর্তারা বৈঠকে যোগ দিয়েছেন। মূলতঃ, টালা সেতু ভাঙা ও মাঝেরহাট সেতু গড়ার ব্যাপারে রেলের সহযোগিতা চায় রাজ্য। সেই ব্যাপারে বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।
আরও দেখুন

















