Rahul Gandhi: 'সংসদে চক্রব্যূহ মন্তব্যের পরেই অভিযান চালানোর ছক কষছে ED, অপেক্ষায় আছি', দাবি রাহুলের
ABP Ananda LIVE: সংসদে চক্রব্য়ূহ মন্তব্যের পরই কি তাঁর বিরুদ্ধে এজেন্সির তরফে তল্লাশি অভিযানের ছক কষা হচ্ছে? বৃহস্পতিবার গভীর রাতে সোশাল মিডিয়া পোস্টে তেমনই দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি লিখেছেন, ED-র 'ভিতরের লোকেরা' আমায় বলেছেন, একটি তল্লাশি অভিযানের পরিকল্পনা করা হচ্ছে। কে ফোন করেছিল বলুন? রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের পর ED-র হাতে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। CGO কমপ্লেক্সে প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান গ্রেফতার । গ্রেফতার করা হয়েছে আনিসুরের দাদা, চালকল ব্যবসায়ী আলিফ নুরকেও। গতকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ ED-র তলবে CGO-তে হাজিরা দিয়েছিলেন দুই ভাই । ED সূত্রে দাবি, আলিফ নুরের চালকল রেশন বণ্টন দুর্নীতিতে ব্যবহারের যথেষ্ট প্রমাণ মিলেছে। আনিসুর ও তাঁর দাদা আলিফকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হলেও তদন্তে অসহযোগিতার অভিযোগ। ধৃত দুই ভাইয়ের মেডিক্যাল পরীক্ষা হয়েছে জোকা ESI-তে। স্বাস্থ্য়পরীক্ষার পর আদালতে আনা হয়েছে আনিসুর-আলিফকে। বিমার প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহারের দাবি, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮% জিএসটি প্রত্যাহারের দাবি মমতার । এটা জনবিরোধী সিদ্ধান্ত, চিঠিতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়।