TMC News: 'রাত ৮টার পর উত্তরপ্রদেশের কোনও গ্রামে ১ কিমি হেঁটে দেখান', বিজেপিকে চ্যালেঞ্জ দেবাংশুর
ABP Ananda LIVE: কসবাকাণ্ডে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ দেবাংশুর। লকেট-অগ্নিমিত্রা-রূপাকে চ্যালেঞ্জ দেবাংশুর। 'চ্যালেঞ্জ করছি, যাঁরা নারী নিরাপত্তা নিয়ে বড় বড় কথা বলছেন, উত্তরপ্রদেশে যান। নিরাপত্তা ছাড়া উত্তরপ্রদেশের কোনও গ্রামে রাত ৮টার পর যান লকেট-অগ্নিমিত্রা-রূপা। রাত ৮টার পর উত্তরপ্রদেশের কোনও গ্রামে ১ কিমি হেঁটে দেখান। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের মহিলারা রাতে বাড়ির বাইরে বেরোতে পারেন না। বাংলার মহিলারা রাত ২টোর পরেও বাড়ি ফিরতে পারেন, মন্তব্য দেবাংশুর।
'এরপরেও মুখ্যমন্ত্রী বলতে পারেন এগিয়ে বাংলা মডেল চালাচ্ছি !' তোপ সুকান্তর
কসবাকাণ্ডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার সুকান্ত-সহ বিজেপি নেতা-কর্মীরা ।কসবাকাণ্ডে প্রতিবাদে নেমে লকাপে, রাত কাটল সুকান্তর।সুকান্তদের গ্রেফতারির প্রতিবাদে লালবাজারের সামনে বিজেপির বিক্ষোভে তুলকালাম। ১৬৩ ধারা অমান্যের অভিযোগে ৩ কাউন্সিলর আটক। কসবাকাণ্ডে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার সুকান্ত-সহ বিজেপি নেতা-কর্মীরা ।গ্রেফতারির পর বেল নিতে নারাজ সুকান্ত, জগন্নাথরা। শনিবার দুপুরে গ্রেফতার, রবিবার সকালে জেলমুক্ত সুকান্ত।


















