Delhi cm News: সুষমা, শীলা, অতিশীর পরে চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী পেল দিল্লি
ABP Ananda live: সুষমা, শীলা, অতিশীর পরে চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী পেল দিল্লি। রাজধানীর মসনদে প্রথমবারের বিজেপি বিধায়ক রেখা গুপ্ত। রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলন রেখা গুপ্ত। শপথের আগে পুজো দিলেন হনুমান মন্দিরে।
বিবাদী বাগে হোমিওপ্যাথি দোকানে ঢুকে রাত কাটাল 'চোর', চ্যাংদোলা করে বের করল পুলিশ! কী মতলব ছিল?
বিবাদী বাগে হোমিওপ্যাথি ওষুধের দোকানে সন্দেহভাজন যুবক। শাটারের তালা ভেঙে এক যুবককে উদ্ধার করে পুলিশ। গতকাল সন্ধে সাড়ে ৭টায় বিবাদী বাগের এই হোমিওপ্যাথি ওষুধের দোকান
বন্ধ হয়ে যায়। তালাবন্ধ দোকানে কীভাবে ঢুকল ওই যুবক? কোথায় লুকিয়েছিল? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
রাতভর দোকানের মধ্যেই ছিলেন ওই ব্যক্তি। পরনে জিন্স, খালি গায়ে গলায় তোয়ালে পরিহত। পুলিশের দাবি, চুরি করতে গিয়ে দোকানে আটকে পড়ে ওই যুবক। এরপর আর বেরনোর উপায় পাননি। সারারাত সেখানেই ছিল। শাটার খুলেই দেখা যায় তাঁকে।

















