'দুয়ারে সরকার' শুধু ভারতে নয়, গোটা বিশ্বে নতুন মডেল, বললেন Mamata Banerjee
আজ নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' প্রকল্পের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, " ‘২৫ জানুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচী চলবে। ৪টি পর্যায়ে ২০ হাজারের বেশি শিবিরের আয়োজন করা হয়েছে। ভারত শুধু নয় এটা বিশ্বে নতুন মডেল। দুয়ারে সরকারের শিবিরে ১২টি পরিষেবা মিলছে। ‘২০ ডিসেম্বর পর্যন্ত ১ কোটি ১২ লক্ষ মানুষ এসেছেন। ১১ হাজার ৫৬টি শিবিরে হাজির ১.১২ কোটি বেশি মানুষ।’" মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘খাদ্যসাথীতে ৭ লক্ষ ১৪ হাজার আবেদন জমা পড়েছে। ’৩ লক্ষ ১৮ হাজার মঞ্জুর হয়েছে। স্বাস্থ্যসাথীতে ২৭ লক্ষ ১৩ হাজার আবেদন মঞ্জুর। ৪২ লক্ষ ৪১ হাজার আবেদন জমা পড়েছে।জাতি শংসাপত্র ৯ লক্ষ ৫১ হাজার আবেদন জমা পড়েছে। ৬৯ হাজার মানুষ শংসাপত্র পেয়েছেন। জয় জহর ২ হাজার আবেদন। ১ হাজার ৫০০ জন পরিষেবা পেয়েছেন। তফসিলি- ১০ হাজারের ৬ হাজার ৬০০ জন পেয়েছেন।