Nepal Earthquake Update: নেপালে ফের ভূমিকম্প, আজও নেপালজুড়ে আফটার শক, শুক্রবার রাতে। ABP Ananda Live
Nepal Earthquake Update: নেপালে ফের ভূমিকম্প (Nepal Earthquake)। আজও নেপালজুড়ে আফটার শক। শুক্রবার রাতে ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) মৃতের সংখ্যা বেড়ে ১৫৭। শুধু তাই নয় শতাধিক আফটার শকে বারবার কেঁপে উঠেছে নেপাল। আজ ভোরে নেপালে ফের কম্পন অনুভূত হয়। উৎসস্থল ছিল কাঠমান্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ভেঙেচুরে তছনছ হয়ে যাওয়া এলাকাগুলির সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা ও আধা সেনা। শুক্রবার রাতের ভূমিকম্পে সবথেকে ক্ষতিগ্রস্ত নেপালের পশ্চিম রুকুম ও জাজারকোট জেলা। চারদিকে স্বজনহারাদের কান্না। গতকাল ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল। ABP Ananda Live
![Chok Bhanga Chota: মহাকুম্ভের পথে বিপর্যয়, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/17/095e0d51ece68b14630ae0b3ff600c4e1726584047480967_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)