Lalu Prasad Yadav: জমির বদলে চাকরি দুর্নীতি মামলায় লালুকে জিজ্ঞাসাবাদ ইডির
ABP Ananda Live: জমির বদলে চাকরি দুর্নীতি মামলায় লালুকে জিজ্ঞাসাবাদ ইডির। পাটনায় লালুকে তলব করে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় এজেন্সির। লালুপ্রসাদকে জিজ্ঞাসাবাদ, বাইরে আরজেডি সমর্থকদের বিক্ষোভ। গতকালই এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় রাবড়ি ও তেজপ্রতাপকে। জমির বদলে চাকরির দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এই ২ জনকে।
'চাকরি বিক্রির নামে ৭৮ কোটি টাকা তুলেছিলেন', বিজেপি নেতা অরুণকে সমন CBI -র
বিজেপি নেতা অরুণ হাজরার নামে সমন জারি CBI-এর। CBI-এর বিশেষ আদালতে বিজেপি নেতার বিরুদ্ধে সমন জারি । একমাসের মধ্যে আদালতে এসে হাজিরা দেওয়ার নির্দেশ বিজেপি নেতাকে। এজেন্ট নিয়োগ করে চাকরি বিক্রির নামে ৭৮ কোটি টাকা বাজার থেকে তুলেছিলেন অরুণ হাজরা আগেই চার্জশিটে দাবি সিবিআইয়ের।
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ। খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। CBI-এর মামলায় জামিনের আবেদন খারিজ। 'তদন্ত এখনও শেষ হয়নি, পুরসভায় অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অয়ন শীলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে', দাবি CBI-এর।


















