ECI News: SIR -এর প্রস্তুতি দ্রুত সম্পন্নের নির্দেশ, সব রাজ্যের CEO-কে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের
ABP Ananda LIVE : বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে আজও সংসদ ভবনের মকর দ্বারে বিরোধী জোট INDIA-র বিক্ষোভ। এদিনও বিক্ষোভে শামিল হন সনিয়া গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী। ‘গণতন্ত্রের ওপর SIR-আক্রমণ’ লেখা ব্যানার নিয়ে প্রতিবাদ জানান বিরোধী জোট INDIA-র সদস্যরা। সব রাজ্যের CEO-কে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। SIR -এর প্রস্তুতি দ্রুত সম্পন্নের নির্দেশ
মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সব অভিযুক্তর রেহাই
মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলায় সব অভিযুক্তর রেহাই। মুম্বইয়ের NIA-র বিশেষ আদালত ৭ অভিযুক্তকে রেহাই দিল। ১৭ বছর পর মালেগাঁও বিস্ফোরণে সব অভিযুক্তর মুক্তি। অভিযুক্তর তালিকায় ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। তালিকায় ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত। আরেক অভিযুক্ত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়। ২০০৮-এর ২৯ সেপ্টেম্বর মোটরবাইকে রাখা দুটি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে মালেগাঁও। বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়, জখম হন শতাধিক। ঘটনায় মূল ষড়যন্ত্রী হিসেবে গ্রেফতার হয়েছিলেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। জামিন পাওয়ার পর মধ্যপ্রদেশের ভোপাল আসনে বিজেপি প্রজ্ঞাকে প্রার্থী করেছিল। এক দশক ধরে চলা মামলায় ৩২৩ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

















