Air India Plane Crash: পাইলট থেকে কেবিন ক্রু, ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন না কেউই
ABP Ananda Live: গতকাল দুপুরে আমদাবাদ বিমানবন্দরে প্রিয়জনকে ছাড়তে গিয়েছিলেন অনেকেই। চেকইনের আগে হাসিমুখে ফেয়ারওয়েল সেলফি তুলেছিলেন কেউকেউ। কিন্তু সেগুলোই শেষ ছবি হয়ে রয়ে গেল!
রূপাণীর আগে গুজরাতের এক মুখ্য়মন্ত্রীর বিমান গুলি করে নামিয়েছিল পাকিস্তান, ক্ষমা চেয়ে এসেছিল চিঠিও, আমদাবাদ দুর্ঘটনার পর ফিরল স্মৃতি
আমাদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর। নিজের ‘লাকি’ নম্বর অনুযায়ীই বিমানের ১২ নম্বর আসনে সওয়ার ছিলেন। কিন্তু তার পরও ভাগ্য সহায় হয়নি রূপাণীর ((Vijay Rupani)। তাঁর মৃত্য়ুতে বিজেপি-র অন্দরে শোকের ছায়া। তবে রূপাণীই প্রথম নন, গুজরাতের আরও এক প্রাক্তন মুখ্য়মন্ত্রী বিমান দুর্ঘটনায় মারা যান। তবে ছয় দশক আগের ওই ঘটনা নিছক দুর্ঘটনা ছিল না, বরং ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে ভুল করে ওই বিমানে হামলা হয়। ( (Ahmedabad Plane Crash)
১৯৬৩ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ১৯৬৫ সালের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন বলবন্তরাই মেহতা। তিনি আজীবন কংগ্রেসি ছিলে, ‘পঞ্চায়েতি রাজে’র রূপকারও বলা হয় তাঁকে। ১৯৬৫ সালের ১৯ সেপ্টেম্বর বিমান দুর্ঘটনায় মারা যান মেহতা। সেই সময় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছিল। Beechcraft-এর বিমানে চেপে মিঠাপুরে টাটা কেমিক্যালসের ফ্যাক্টরি থেকে কচ্ছ সীমান্তের দিকে যাচ্ছিলেন তিনি। ভারতীয় বায়ুসেনার প্রাক্তন পাইল, স্কোয়াড্রন লিডার জহাঙ্গির ইঞ্জিনিয়ার বিমান ওড়াচ্ছিলেন। (Balwantrai Mehta)

















