Modi On Hathrash Stampede: হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ, আহতদের আরোগ্যকামনায় প্রধানমন্ত্রী
Modi On Hathrash Stampede: হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু। হাথরসকাণ্ডে শোকপ্রকাশ করেছেন মোদি। যাদের এই দুর্ঘটনায় প্রাণ গিয়েছে, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। হাথরসে মৃত্যুমিছিল, সামনে আসছে একের পর এক অনিয়ম। যে ধর্মগুরুর অনুষ্ঠানে এতবড় দুর্ঘটনা, এফআইআরে নামই নেই সূরজপালের। দুর্ঘটনার আগেই অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান ধর্মগুরু, দাবি সরকারি সূত্রের। মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে দেবপ্রকাশ মধুকরের। এফআইআরে দেবপ্রকাশ মধুকরকে মুখ্য সেবায়েত বলে উল্লেখ। হাথরসের সৎসঙ্গে ৮০ হাজারের অনুমতি নিয়ে আড়াই লক্ষ পুণ্যার্থীর ভিড়। কীভাবে এত মানুষের জমায়েত? জেলা প্রশাসনের গাফিলতির অভিযোগে তদন্তের নির্দেশ। পুণ্যার্থীদের সংখ্যা গোপনের পাশাপাশি তথ্য লোপাটের চেষ্টার অভিযোগ। ধর্মগুরু সূরজপাল ওরফে ভোলেবাবার শাগরেদদের বিরুদ্ধে অভিযোগ পুলিশের। ঘটনার পর থেকে খোঁজ নেই ধর্মগুরু সূরজপাল ওরফে ভোলেবাবা। মইনপুরীতে সূরজপালের মোবাইল ফোনের লোকশন মিলেছে, দাবি পুলিশ সূত্রের। ABP Ananda LIVE