(Source: Poll of Polls)
Hathras Stampede Incident: হাথরসের সৎসঙ্গে পদপিষ্ট হয়ে মৃত শতাধিক, মৃত্যুমিছিলের মাঝেই শুরু রাজনৈতিক তরজা
ABP Ananda Live: হাথরসে সৎসঙ্গে বিপর্যয়ে প্রাণ গেল ১২১ জনের। আর তা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। যোগী সরকারের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। পাল্টা ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের আশঙ্কা করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মঙ্গলবার মুঘলগড়ির ফুলরাই গ্রামে, ভোলে বাবা নামে একজন ধর্মগুরু সৎসঙ্গের আয়োজন করেছিলেন। সেখানে প্রায় ৮০ হাজার ভক্ত ভিড় জমান। ভোলে বাবা নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হলেও, তাঁর ভক্তদের মধ্যে বহু মানুষই আর প্রাণ নিয়ে বেরতে পারলেন না। পদপিষ্ট হওয়ার কারণ নিয়ে উঠে আসছে বিভিন্ন তথ্য। উত্তরপ্রদেশ সরকার দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে, জানিয়েছেন যোগী আদিত্যনাথ।
যোগী জানান, রাজ্য সরকার এই ঘটনার কারণ তদন্ত করছে । এর পিছনে কোনও ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখা হবে। এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়ও। সময়টা ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর, মনের ক্ষতে মলম লাগানোর। যোগী বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এসময় এই ঘটনা নিয়ে রাজনীতি করা ঠিক নয় বলে বিরোধীদের সমালোচনা করেন তিনি।