SSC New: শিক্ষাকর্মীদের ভাতা নিয়ে আজ ফের জোড়া মামলার শুনানি, কী বলছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত?
ABP Ananda LIVE: গ্রুপ C ও D-র সরকারি ভাতা নিয়ে প্রশ্ন তুলে রায়দান স্থগিত রাখল হাইকোর্ট। শিক্ষাকর্মীদের ভাতা নিয়ে আজ ফের জোড়া মামলার শুনানি। ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের জোড়া মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। আজ বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চে দুটি মামলার শুনানি হবে। রাজ্য সরকার শিক্ষাকর্মীদের জন্য ভাতা ঘোষণা করার পরে হাইকোর্টে মোট ৪টি মামলা করেন ওয়েটিং লিস্টে থাকা গ্রুপ সি ও গ্রুপ ডির চাকরিপ্রার্থীরা। রাজ্য সরকার শিক্ষাকর্মীদের জন্য ভাতা ঘোষণা করলে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদেরও ভাতা দিতে হবে বলে দাবি করা হয়। গতকাল দুটি মামলার শুনানি ছিল হাইকোর্টে। সেখানে কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। সেই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে আদালত।আজ বাকি দুটি মামলার শুনানি রয়েছে।


















