Weather News: দেবভূমিতে এবার প্রবল তুষারধস, পাহাড়ের ঢাল বেয়ে নেমে এল তুষাররাশি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দেবভূমিতে এবার প্রবল তুষারধস। পাহাড়ের ঢাল বেয়ে নেমে এল তুষাররাশি। কেদারনাথ মন্দিরের ঠিক পিছনে এই তুষারধস নামে। মন্দির চত্বরে সেই সময় মানুষজনের ভিড়ও ছিল। তবে কোনও হতাহতের খবর মেলিনি। বরং সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। রবিবার ভোর ৫টা নাগাদ, কেদারনাথ ধামের ঠিক পিছনে ওই তুষারধস নামে। গাঁধী সরোবরের উপর আছড়ে পড়ে ওই তুষাররাশি। (Kedarnath Avalanche)
ফের চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু, এবার ঝাড়গ্রামে। রোলারের যন্ত্রাংশ ও স্কুটার চোর সন্দেহে ২জনকে গণপিটুনি। ২২ জুন জামবনিতে চোর সন্দেহে গণপিটুনি, আজ মৃত্যু টোটোচালকের। গণপিটুনিতে মৃত্যু টোটোচালকের, হাসপাতালে ভর্তি বন্ধু। ঠিকাদার ও তাঁর লোকজনের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ মৃতের পরিবারের। অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে তদন্তে পুলিশ।
বিহারে জেলে বসেই বাংলায় একের পর এক অপরাধের অপারেশন! খুন, ডাকাতি থেকে ব্যবসায়ীকে হুমকি, জেলে বসেই ব্লু-প্রিন্ট সুবোধের! অবশেষে সিআইডির কব্জায় বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংহ। পাটনার বেউর জেলে বসে বাংলায় একাধিক অপরাধের ঘটনায় অভিযুক্ত সুবোধ। ২০২২ সালে রানিগঞ্জে স্বর্ণব্যবসায়ীর বাড়িতে ডাকাতিতে নাম জড়ায় সুবোধের। রাজ্যে একের পর এক সোনার দোকানে ডাকাতির 'মাস্টারমাইন্ড' সুবোধ। ২০২০-তে ব্যারাকপুরে বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনেও নাম জড়ায় সুবোধের। বেলঘরিয়া থেকে ব্যারাকপুর, প্রোটেকশন মানি চেয়ে ব্যবসায়ীদের হুমকি ফোনে অভিযুক্ত সুবোধ