IND Vs Pakistan:'আমাদের জবাবে পাকিস্তানের যা ক্ষতি হয়েছে, তা ওদের কারণেই হয়েছে', জানাল ভারতীয় সেনা
ABP Ananda LIVE: 'পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে সেনা'। 'আমাদের লড়াই পাক মিলিটারিদের সঙ্গে নয়, জঙ্গিদের সঙ্গে'। 'দুর্ভাগ্য, পাক সেনারা জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছে, বাধ্য হয়ে আমাদের জবাব দিতে হয়েছে '।'আমাদের জবাবে পাকিস্তানের যা ক্ষতি হয়েছে, তা ওদের কারণেই হয়েছে'। মন্তব্য ভারতীয় সেনার ।
৩২টি বিমানবন্দরে বিমান চলাচল শুরু হতে চলেছে
স্বাভাবিক হওয়ার পথে দেশের অসামরিক বিমান পরিষেবা। ৩২টি বিমানবন্দরে বিমান চলাচল শুরু হতে চলেছে। ভারত-পাক উত্তেজনার আবহে ৯-১৫ মে পর্যন্ত শ্রীনগর ও অমৃতসর-সহ উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দরে অসামরিক বিমান পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়। নতুন করে সীমান্ত সংঘর্ষের খবর না মেলায় ধীরে ধীরে সেগুলিকে চালু করা হচ্ছে।
আজ সকাল সাড়ে ১০টা থেকে চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ান পরিষেবা চালু হয়েছে। তবে আজও বন্ধ শ্রীনগর এয়ারপোর্ট। আগামীকাল থেকে উড়ান পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে।


















