IND Vs Pakistan: ভারতের DGMO-কে কী জানালেন পাক DGMO?
ABP Aanda LIVE : ভারত-পাক সেনাবাহিনীর DGMO-র বৈঠক শেষ ।'সংঘর্ষ বিরতি চুক্তি আর লঙ্ঘন করব না'।ভারতের DGMO-কে জানালেন পাক DGMO: সূত্র ।ভারতের প্রবল চাপের মুখে হটল পাকিস্তান।
৩২টি বিমানবন্দরে বিমান চলাচল শুরু হতে চলেছে
স্বাভাবিক হওয়ার পথে দেশের অসামরিক বিমান পরিষেবা। ৩২টি বিমানবন্দরে বিমান চলাচল শুরু হতে চলেছে। ভারত-পাক উত্তেজনার আবহে ৯-১৫ মে পর্যন্ত শ্রীনগর ও অমৃতসর-সহ উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দরে অসামরিক বিমান পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়। নতুন করে সীমান্ত সংঘর্ষের খবর না মেলায় ধীরে ধীরে সেগুলিকে চালু করা হচ্ছে।
আজ সকাল সাড়ে ১০টা থেকে চণ্ডীগড় আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ান পরিষেবা চালু হয়েছে। তবে আজও বন্ধ শ্রীনগর এয়ারপোর্ট। আগামীকাল থেকে উড়ান পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে।

















