PM Modi : 'পরমাণু হামলার হুমকি এবার আর সহ্য করবে না ভারত..', স্বাধীনতা দিবসে হুঙ্কার প্রধানমন্ত্রীর
ABP Ananda LIVE : আজ ৭৯ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের ৭৮ বছর পূর্তিতে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। লালকেল্লায় দাঁড়িয়ে অপারেশন সিঁদুর নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, শত্রুদের কল্পনাতীত সাজা দিয়েছে ভারতীয় সেনা। ধর্ম জেনে বেছে বেছে স্ত্রী, সন্তানের সামনে খুন করেছিল জঙ্গিরা। ডেরায় ঢুকে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে সেনারা।
মোদি বলেন, আমাদের দেশ দীর্ঘ বহু বছর ধরে সন্ত্রাসকে সহ্য করে এসেছে। ..তবে এখন সন্ত্রাস এবং সন্ত্রাসবাদীদের লালন-পালনকারীদের, আমরা এবার আলাদা আলাদা মোটেই ভাবব না। ওরা মানবতার বিরুদ্ধে শত্রু। তাঁদের মধ্যে কোনও ফারাক নেই। ভারত এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই পরমাণু হামলার হুমকি এবার আর আমরা মেনে নেব না। অনেকদিন ধরে এই ব্ল্যাকমেল চলছে। এবার আর মেনে নেওয়া হবে না। যদি এরপরেও শত্রুরা অপরাধ জারি রাখে, তাহলে এবার আমাদের সেনারাই ঠিক করবে। ..সন্ত্রাস চালালে কড়া জবাব দেওয়া হবে।'
মূলত ,সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে, ভারতকে পারমাণবিক হামলার হুমকি দেন পাকিস্তানের সেনাপ্রধান ! The Print এর প্রতিবেদন অনুযায়ী, মূলত এই মুহূর্তে মার্কিন সফরে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধানে আসিম মুনির। এই নিয়ে দ্বিতীয়বার আমেরিকা সফরে গিয়েছেন তিনি। ফ্লোরিডায় একটি ডিনারে উপস্থিত হয়ে, ভারতকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরাও পারমানবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি, আমরা ধ্বংস হয়ে যেতে চলেছি, তাহলে আমরাও অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেব।'



















