PM Modi : 'বিশেষ অধিবেশন ডাকা হোক', কোন বিষয়ে প্রধানমন্ত্রীকে একযোগে চিঠি বিরোধীদের ?
ABP Ananda LIVE : সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের। পহেলগাঁও কাণ্ডের পরবর্তী পরিস্থিতি নিয়ে বিশেষ অধিবেশনের দাবি। 'পহেলগাঁও নিয়ে সরকারকে সমর্থন করেছে বিরোধীরা। বিদেশে গিয়েও সরকারের অবস্থান তুলে ধরেছে বিরোধীরা। অথচ কেন্দ্র অন্যান্য দেশ ও সংবাদমাধ্যমে মুখ খুললেও সংসদে নীরব। বিদেশ থেকে সর্বদলীয় প্রতিনিধি দল ফিরলে সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক', প্রধানমন্ত্রীকে একযোগে চিঠি কংগ্রেস, তৃণমূল, বাম, সমাজবাদী পার্টি-সহ বিরোধীদের। চিঠিতে সই খড়গে, রাহুল, অভিষেক, অখিলেশদের।
তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল রাজীব কুমারকে
তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল রাজীব কুমারকে। সেই জায়গায় তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হল অনুপকুমার আগরওয়ালকে। আপাতত রাজ্য পুলিশের ডিজি পদে থাকবেন রাজীব কুমার। ২০১৯ সালের ডিসেম্বরে, রাজ্যের এডিজি সিআইডি পদ থেকে আইপিএস অফিসার রাজীবকে তথ্যপ্রযুক্তি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার সেই দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হল।


















