Aryan Khan: গ্রেফতারের ২৫ দিন পর জামিন আরিয়ান খানের| Bangla News
মাদককাণ্ডে জামিন পেলেন আরিয়ান খান। আরিয়ানের জামিন মঞ্জুর বম্বে হাইকোর্টের। ২১ দিন ধরে আর্থার রোড জেলে ছিলেন আরিয়ান। ক্রুজে মাদককাণ্ডে জামিন পেলেন আরিয়ান খান। ২৫ দিন পর জামিন পেলেন শাহরুখ-পুত্র। জামিন পেলেও আজ জেলমুক্তির সম্ভাবনা কম আরিয়ানের। জামিন পেলেন আরিয়ানের ২ সঙ্গী আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা। ২ অক্টোবর রাতে প্রমোদতরী থেকে মাদককাণ্ডে গ্রেফতার হন আরিয়ান।
"ষড়যন্ত্র করে ভুয়ো মামলায় ফাঁসানো হয়েছে শাহরুখ পুত্র আরিয়ানকে"। মন্তব্য় মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের। তিনি বলেন, "সবসময় এনসিবি (NCB) নিজেদের ভূমিকা বদলে ফেলে। ওদের চেষ্টাই থাকে কী করে লোককে বেশিদিন জেলে রাখবে। লোকের মনে ভয় তৈরি করার চেষ্টায় থাকে।"
আজ একটি সাক্ষাৎকারে ভোট কৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) বলেন, "জিতুক বা হারুক, ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে বিজেপি। যেভাবে কংগ্রেস ৪০ বছর ধরে রাজনীতিতে আছে, তেমনই বিজেপিও কোথাও চলে যাচ্ছে না। জাতীয়স্তরে ৩০ শতাংশের বেশি ভোট থাকা মানে খুব তাড়াতাড়ি বিজেপি (BJP) হারিয়ে যাবে না। সুতরাং মানুষ প্রবল আক্রোশে মোদিকে ছুঁড়ে ফেলে দেবেন, এই ভ্রান্ত ধারণায় বিশ্বাস রাখবেন না। হয়তো তাঁরা মোদিকে সরাবেন, কিন্তু বিজেপি থেকে যাবে। বিজেপি এখানেই থাকবে। আরও কয়েক দশক লড়াইও করবে। এখানে তাড়াহুড়োর কোনও ব্যাপার নেই। সম্ভবত এখানেই রাহুল গাঁধীর (Rahul Gandhi) ভাবনায় সমস্যা হচ্ছে। উনি ভাবছেন, কিছুদিনের মধ্যেই মানুষ ওদের ছুঁড়ে ফেলে দেবে। এটা হবে না।"