Bharat Bandh: আকাশছোঁয়া পেট্রোপণ্য, প্রতিবাদে ভারত বনধের ডাক ব্যবসায়ী-কৃষক সংগঠনের
ভারত বনধের (Strike) ডাক দিল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডারস (Confederation of All India Traders)। দেশ জুড়ে চাক্কাজাম কর্মসূচি পালনের কথা রয়েছে তাদের তরফে। অন্যদিকে ব্যবসায়ীদের ডাকা এই বনধকে সমর্থন জানিয়েছে কৃষক সংগঠন (Farmers' organization) সংযুক্ত কৃষক মোর্চা। লাগাতার বাড়তে থাকা পেট্রোপণ্যের (Petroleum products) দাম, জিএসটির (GST) নিয়মের পুনর্বিবেচনা সহ একাধিক দাবিতে এই ভারত বনধের ডাক দিয়েছে ব্যবসায়ী সংগঠন (CAIT)। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে লাগাতার বাড়তে থাকছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol Diesel Price)। বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২৫ টাকা দাম বেড়েছে ভর্তুকিহীন রান্নার গ্যাসের (LPG)। এই নিয়ে এই মাসে রান্নার গ্যাসের মোট দাম বেড়েছে ১০০ টাকা। পেট্রোপণ্যের এই লাগামছাড়া মূল্যবৃদ্ধির (Price hike) প্রভাব সাধারণ মানুষের পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতির (Economy) উপরেও পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।