Covid Updates: করোনা মোকাবিলায় এবার ভারতেও মিলবে অ্যান্টিবডি ককটেল
করোনা মোকাবিলায় এবার ভারতেও মিলবে অ্যান্টিবডি ককটেল। ইঞ্জেকশন বিক্রি করবে ওষুধ প্রস্তুতকারী সংস্থা সিপলা। বিবৃতি দিয়ে জানাল রোচে ইন্ডিয়া। সম্প্রতি কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCO, জরুরি ভিত্তিতে অ্যান্টিবডি ককটেল প্রয়োগে ছাড়পত্র দিয়েছে। কৃত্রিমভাবে তৈরি দু’টো অ্যান্টিবডি ক্যাসিরিভিম্যাব এবং ইমডেভিম্যাবের ককটেল ইঞ্জেকশনের মাধ্যমে রোগীর শরীরে দেওয়া হবে। বিজ্ঞানীদের দাবি, যাঁরা করোনায় আক্রান্ত, তাঁদের রোগ বেড়ে যাওয়ার মাত্রা নিয়ন্ত্রিত হচ্ছে অ্যান্টিবডি ককটেলে। অন্যদিকে যারা করোনায় আক্রান্ত হয়নি, তাঁদের রোগ প্রতিরোধ করছে এটি। রোচে ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, অ্যান্টিবডি ককটেলের প্রতি ডোজের দাম পড়বে প্রায় ৬০ হাজার টাকা। গত অক্টোবরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, করোনা আক্রান্ত থাকাকালীন অ্যান্টিবডি ককটেল ইঞ্জেকশন নিয়েছিলেন।