Drug NCB: 'ড্রাগ নয়, সিগারেট নিয়ে কথা বলছিলাম', জিজ্ঞাসাবাদে দাবি অনন্যার, সোমবার ফের তলব| Bangla News
মাদককাণ্ডে বৃহস্পতিবারের পর শুক্রবারও অনন্যা পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর। সূত্রের খবর, মাদক নেওয়া বা আরিয়ান খানকে মাদক জোগানের সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন অনন্যা। সোমবার ফের তাঁকে তলব করেছে NCB। শুক্রবার প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।
শাহরুখ-পুত্র আরিয়ান খানের মাদক-যোগের সূত্র খুঁজতে ইতিমধ্যেই জড়িয়ে গিয়েছে খান পরিবারের প্রায় তিন দশকের বন্ধু চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যার পাণ্ডের নাম। NCB সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে অনন্যা পাণ্ডে জানিয়েছেন, তিনি ও আরিয়ান খান একই স্কুলে পড়াশোনা করেছেন। আরিয়ানের বোন অর্থাৎ শাহরুখের মেয়ে সুহানার বন্ধু তিনি। সেই সূত্রেই তিনি ও আরিয়ান পারিবারিক বন্ধু। তাঁদের স্কুলের বন্ধুদের একটা গ্রুপও আছে। NCB সূত্রে দাবি, মাদক নেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা। তিনি দাবি করেছেন, হোয়াটসঅ্যাপ চ্যাটে তাঁরা সিগারেটের বিষয়ে কথা বলেছিলেন। গাঁজা যে মাদক তা জানতেন না বলেও দাবি করেছেন অনন্যা। এদিকে বৃহস্পতিবারই NCB-র একটি দল গিয়েছিল শাহরুখ খানের বাসভবন মন্নতে। সূত্রের খবর, আরিয়ান খানের মেডিক্যাল হিস্ট্রি-সহ বেশকিছু নথি চেয়ে নোটিস দেওয়া হয়। এদিন আরিয়ান খানের সেইসব নথি নিয়ে NCB দফতরে যান শাহরুখ খানের দেহরক্ষী। অন্যদিকে NCB সূত্রে খবর, মাদককাণ্ডে গত ৪৮ ঘণ্টায় মুম্বই ও তার আশেপাশে নভি মুম্বই, সাউথ মুম্বই, নালাসোপারা, বান্দ্রা, জুহু-সহ ৬টি জায়গায় অভিযান চালানে হয়েছে। এক মাদক পাচারকারীকে আটকও করা হয়েছে।