Bangladesh : বাংলাদেশিদের সন্তানদের চিহ্নিত করতে দিল্লির স্কুলগুলিকে নির্দেশিকা পাঠাল দিল্লি পুরসভা
ABP Ananda LIVE : অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সন্তানদের চিহ্নিত করতে এবার দিল্লির স্কুলগুলিকে নির্দেশিকা পাঠাল দিল্লি পুরসভা। কোনও অনুপ্রবেশকারীকে যাতে জন্মের শংসাপত্র না দেওয়া হয়, তার জন্যেও নির্দেশিকা জারি করা হয়েছে। দিল্লিতে কয়েকদিন ধরেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হয়েছে। রাজধানীজুড়ে চলছে বেআইনি বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করার কাজ। দিল্লি পুরসভা এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জবরদখল হঠানোরও নির্দেশিকা জারি করা হয়েছে। এর পাশাপাশি, দিল্লির স্কুলগুলিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্তানদের চিহ্নিত করে রিপোর্ট জমা দিতে বলেছে দিল্লি পুরসভা। রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর।
রবিবারের সকালে শহরে ফের ম্যারাথন। বন্দর এলাকায় ম্য়ারাথনের আয়োজন করা হয় বলে এর পোশাকি নাম পোর্টাথন। ২১, ১৪ ও ৭ কিলোমিটার ম্যারাথনের সূচনা করেন মেয়র ও পুর নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সস্ত্রীক পোর্টাথনে অংশ নেন। এই ম্যারাথনে যোগ দেন প্রাক্তন ক্রিকেটার ও বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান।