John Barla: 'উন্নয়ন হলেই ফিরবে শান্তি', দায়িত্ব নিয়ে বললেন জন বার্লা
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী হলেন পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হওয়া আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। গতকাল শপথগ্রহণের পর আজ দায়িত্বভার নিয়ে তিনি বলেন, ভোটের পর রাজ্যজুড়ে যে অশান্তি চলছে, আমরা চাই তা মিটুক, শান্তি ফিরুক। তবে এখনও, অনেক কেন্দ্রীয় প্রকল্প চালু করছে না রাজ্য সরকার। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা হবে। উত্তরবঙ্গের মানুষের দাবি-দাওয়া কেন্দ্রের কাছে তুলে ধরেছে সবাই। উত্তরবঙ্গের মানুষের দাবি-দাওয়াকে দমিয়ে রাখা যাবে না। মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন পৃথক উত্তরবঙ্গের দাবিতে সরব হওয়া আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা (John Barla)। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। বৃহস্পতিবার দফতরে গিয়ে দায়িত্ব নেন জন বার্লা। দায়িত্ব নিয়ে তিনি বলেন, "আমার সংসদীয় এলাকায় অনেক চা বাগান শ্রমিক ও সংখ্যালঘু বসবাস করেন। সকলের জন্যই কাজ করব। উন্নয়ন হলেই ফিরবে শান্তি।"
দ্বিতীয় মোদি সরকারের মন্ত্রিসভার প্রথম রদবদল হল বুধবার। জন বার্লা ছাড়াও বুধবার বাংলা থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সুভাষ সরকার, শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক। রাষ্ট্রপতি ভবনে শপথবাক্য পাঠ করলেন ৪৩ জন। তাঁদের মধ্যে ৩৬ জন নতুন মন্ত্রী। পুরনোদের মধ্যে পদোন্নতি হল ৭ জনের। কেন্দ্রীয় মন্ত্রিসভায় নতুন ৭ মহিলা মুখ। বড় রদবদল হল দায়িত্বেও। তৈরি হল নতুন মন্ত্রক মিনিস্ট্রি অফ কোঅপারেশন বা সহযোগিতা মন্ত্রক। এই মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে অমিত শাহকে। করোনা কালে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে এলেন মনসুখ মাণ্ডব্য। হর্ষ বর্ধনের জায়গায় এই দায়িত্ব দেওয়া হল তাঁকে। একইসঙ্গে সার ও রসায়ন মন্ত্রকের দায়িত্বও সামলাবেন মনসুখ। পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্ব থেকে সরিয়ে ধর্মেন্দ্র প্রধানকে দেওয়া হল শিক্ষামন্ত্রকের দায়িত্ব। ক্যাবিনেটে পদোন্নতির পরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির আবহে মন্ত্রকের দায়িত্ব পেলেন হরদীপ সিংহ পুরি। নতুন রেল ও তথ্য-প্রযুক্তিমন্ত্রীর দায়িত্বে ওড়িশা থেকে রাজ্যসভার সাংসদ অশ্বিনী বৈষ্ণব। প্রাক্তন এই আইএএস বাজপেয়ী জমানায় প্রধানমন্ত্রীর দফতরের ডেপুটি সেক্রেটারি ছিলেন।