Opposition Party Meeting in New Delhi: আগামীকাল নয়াদিল্লিতে শরদ পাওয়ারে নেতৃত্বে বিরোধী দলগুলির বৈঠক
কাল নয়াদিল্লিতে শরদ পাওয়ারের (Sharad Pawar) নেতৃত্বে বিরোধী দলগুলির বৈঠক হওয়ার কথা রয়েছে। আজ শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor)। কাল বিকেল ৪টে বিরোধী দলগুলির বৈঠক রয়েছে। বৈঠকে যোগ দিতে পারে এনসিপি, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস (TMC)। তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকে থাকতে পারেন যশবন্ত সিন্হা। বৈঠকে যোগ দিতে পারে আরজেডি (RJD)। জানালেন এনসিপি নেতা নবাব মালিক। বিরোধী দলগুলির বৈঠকে বাদ মহারাষ্ট্র সরকারের শরিক কংগ্রেস।
আলাপন বন্দ্য়োপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) চিঠি দিল কেন্দ্র। আলাপনকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রকের। আলাপন বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেজর পেনাল্টি প্রসেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হবে। ৩০ দিনের মধ্যে আলাপনের জবাব তলব করেছে কেন্দ্র। চাইলে সামনাসামনি উত্তর দিতে পারেন। যদি উত্তর না দেন, তাহলে আলাপনকে না জানিয়েই যে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এই নিয়ে তৃণমূল (TMC) নেতা সৌগত রায় (Saugata Roy) বলেন, "কেন্দ্রীয় সরকার কী পরিমাণ নিষ্ঠুর ও অমানবিক তা এই সিদ্ধান্তে স্পষ্ট হচ্ছে। আলাপনের সদ্য মাতৃবিয়োগ হয়েছে। কিছু দিন আগে ওঁর ভাই মারা গিয়েছেন। এই সময় কড়া চিঠি দেওয়া হল। আলাপন বন্দ্য়োপাধ্যায় দিল্লিতে না গিয়ে সরাসরি অবসর নিয়ে নিয়েছেন। পেনশন বা গ্র্যাচুরিটি নিয়ে টানাটানি করতে পারে। এইরকম মনোভাব দেখানোর অর্থ ভয় দেখানো। বাংলার মানুষ একজন সৎ, ভাল অফিসারের এই অপমান সহ্য করবে না। এর যোগ্য জবাব কেন্দ্রীয় সরকার পাবে।"