Kashmir News :সীমান্তে পাক উস্কানি অব্যাহত।বৈসরন ঘাঁটির আশেপাশে ৫৪টি রাস্তা আটকে তল্লাশি চালায় CRPF।
ABP Ananda Live : বৈসরন ঘাঁটির আশেপাশে ৫৪টি রাস্তা আটকে তল্লাশি। দুর্গম এলাকায় বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটির হদিশও মিলেছে । কয়েকটি রাস্তা গিয়েছে উপরের দিকে, কয়েকটি রাস্তা গিয়েছে নীচের দিকে । জঙ্গলে ঢাকা এই সমস্ত পাহাড়ি রাস্তায় CRPF ও জম্মু কাশ্মীর পুলিশ তল্লাশি চালাচ্ছে ।এই সমস্ত ঘাঁটিতে দীর্ঘ সময় ধরে কেউ থাকে না বলে প্রমাণ মিলেছে । এমনই ঘাঁটিতে পহেলগাঁও হামলারয় অভিযুক্তরা লুকিয়ে আছে বলে সন্দেহ তদন্তকারীদের। পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে মোদিকে ফোন রুশ প্রেসিডেন্টের। পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে করা নিন্দা রুশ প্রেসিডেন্টের। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন পুতিন। জঙ্গি-দমনে ভারতকে পূর্ণ সমর্থন রাশিয়ার, জানালেন পুতিন। সীমান্তে লাগাতার পাক উস্কানি অব্যাহত।


















