China on India : সন্ত্রাসের বিরোধিতা করেও, পাকিস্তানকে সমর্থন চিনের !
ABP Ananda Live :বিশ্বাসঘাতক পাকিস্তানকে এবার প্রকাশ্যে সমর্থন চিনের । সার্বভৌমত্ব রক্ষার অধিকার আছে পাকিস্তানের: চিন
আরও খবর....
সোশ্যাল মিডিয়ায় মিথ্যে প্রচার চালাচ্ছে পাকিস্তান, সাংবাদিক বৈঠকে জানাল ভারতের বিদেশমন্ত্রক। পাকিস্তানের সেই সকল ভুয়ো দাবিকে খারিজ করেছে ভারত। মূলত সোশ্যাল পোস্টে, পাকিস্তান দাবি করেছে, তারা নাকি ভারতের একাধিক বায়ুসেনা ঘাটি গুড়িয়ে দিয়েছে। যা কিনা পুরোপুরি ভুয়ো। সাংবাদিক বৈঠকে পাকিস্তানের যাবতীয় সেই সকল ভুয়ো তথ্য ওড়ালেন বিদেশসচিব (Foreign Secretary Vikram Mishri )।
এদিন বৈঠকে বিদেশসচিব বিক্রম মিশ্রি স্পষ্ট বলেছেন, 'সম্পূর্ণ ভুয়ো তথ্য দাবি করেছে পাকিস্তান।পাকিস্থানের দাবি, তারা নাকি ভারতের বিভিন্ন জায়গায় আক্রমণ চালিয়েছে। ধ্বংসলীলা শুরু করেছে। আমার সহকর্মীরা তা খুঁজে বার করেছেন। পাকিস্তানের এই দাবি সম্পূর্ণ ভুয়ো। সিরসার এয়ারফোর্স স্টেশন (Sirsa Airforce Station) গুড়িয়ে দিয়েছে বলে দাবি জানিয়েছে পাকিস্তান। যা পুরোপুরি মিথ্যে। এখানেই শেষ নয়, পাকিস্তান আরও দাবি জানিয়েছে যে, সুরতগড়ের বায়ুসেনা স্টেশন (Suratgarh Airforce Station) দুমড়েমুচড়ে দিয়েছে, এটিও একটি ভুয়ো তথ্য। আদামপুর এয়ারফোর্স বেস উড়িয়ে দেওয়ারও মিথ্যে দাবি করেছে পাকিস্তান। এখানেই শেষ নয়, Indian Critical Infrustucture, Power System, Cyber System-এও আঘাত আনা হয়েছে, বলে ইতিমধ্যেই দাবি জানিয়েছে পাকিস্তান। এই তথ্যটিও পুরোপুরি মিথ্যে। আমার অনুরোধ যারা এই ভুয়ো পোস্টগুলি দেখেছেন, তারা বিভ্রান্ত হবেন না।'

















