India Pakistan War: আচমকা হামলা হলে কী কী পদক্ষেপ ? রাজ্যে রাজ্যে মক ড্রিলের নির্দেশ
ABP Ananda LIVE: পাকিস্তানকে প্রত্যাঘাত সময়ের অপেক্ষা? রাজ্যকে কেন্দ্রের অ্যাডভাইসরি। প্রত্যাঘাতের প্রস্তুতি, রাজ্যে রাজ্যে মক ড্রিল করানোর নির্দেশ। ৭ মে সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের। সাধারণ নাগরিক, ছাত্রদের মক ড্রিল করাতে কেন্দ্রের নির্দেশ । এয়ার রেড সাইরেন থেকে ব্ল্যাক আউটের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ। পহেলগাঁও হামলার পর বাহিনীকে দেওয়া হয়েছে প্রত্যাঘাতের পূর্ণ স্বাধীনতা। তারপর থেকেই কাশ্মীরে বেড়েছে সেনা তৎপরতা। বিভিন্ন স্পর্শকাতর স্থানে বাড়ানো হচ্ছে বাহিনী। পহেলগাঁও হামলার পর থেকে প্রত্যাঘাতের আশঙ্কায় কাঁপছে পাকিস্তান। প্রত্যাঘাতে পূর্ণ স্বাধীনতা প্রধানমন্ত্রীর, কাশ্মীরে বাড়ছে সেনা তৎপরতা । বিভিন্ন LOC পয়েন্টে বাড়ানো হচ্ছে বাহিনী । প্রতি ১ কিলোমিটার অন্তর বাহিনী মোতায়েন । বারামুলা থেকে বদগাম, উপত্যকাজুড়ে চলছে অভিযান । পহেলগাঁওয়ে হিন্দু নিধনের ১৩ দিন পার, এখনও অধরা জঙ্গিরা। বারামুলা থেকে বদগাম, লাগাতার তল্লাশি চলছে উপত্যকার সমস্ত জায়গায়। বিভিন্ন LOC পয়েন্টে বাড়ানো হচ্ছে বাহিনী। প্রতি এক কিলোমিটার অন্তর বাহিনী মোতায়েন করা হয়েছে। কাশ্মীরের রাস্তায় দেখা যাচ্ছে বিশাল সেনা কনভয়। কোথায় লুকিয়ে জঙ্গিরা? কোন দিক থেকে ঢুকল? কোথায় আত্মগোপন করে রয়েছে জঙ্গিরা? কাশ্মীর উপত্য়কাজুড়ে চলছে চিরুনি তল্লাশি।


















