এক্সপ্লোর
Advertisement
Pegasus Phone Tapping Controversy: মোদি মন্ত্রিসভার সদস্যদের ফোন ট্যাপিং? সুব্রহ্মণ্যম স্বামীর ট্যুইট ঘিরে জল্পনা
নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্যদের ফোন ট্যাপিং? সুব্রহ্মণ্যম স্বামীর ট্যুইট ঘিরে জল্পনা তুঙ্গে। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) ট্যুইটে লেখেন, “আজ সন্ধেয় ওয়াশিংটন পোস্ট, লন্ডন গার্ডিয়ানে রিপোর্ট প্রকাশের গুজব। আরএসএস (RSS) নেতা, সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও ফোন ট্যাপিং। ফোন ট্যাপ করতে কাজে লাগানো হয় ইজরায়েলের একটি সংস্থাকে। কয়েকজন সাংবাদিকেরও ফোন ট্যাপ করা হয়।“
এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “মোদি সরকার বিগ ব্রাদার হতে চায়, তাই সবার উপর আড়ি পাততে চায়। নরেন্দ্র মোদির মতো যারা একনায়কতন্ত্রী মনোভাবের লোক, তারা অন্য দলের সদস্যদের ওপর কন্ট্রোল রাখতে চায়। আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করব।“ এদিকে সুব্রহ্মণ্যম স্বামীর ট্যুইটের প্রতিক্রিয়া দিয়ে একটি লাইন যোগ করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। তিনি লিখেছেন, “বেশ কয়েকজন বিরোধী নেতারও ফোন ট্যাপ করা হয়েছে।“ একইসঙ্গে ট্যুইট করেছেন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম (Karti Chidambaram)। তিনি লিখেছেন, “আমি জানতে পারলাম ইজরায়েলের সংস্থা পেগাসাসের খবর বিস্ফোরক হতে চলেছে।“
দলের সভাতেই দলীয় নেতা কর্মীদের নামে কটাক্ষের সুর শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বিধানসভা নির্বাচনে বিজেপির (BJP) বিপর্যয় নিয়ে আজ কর্মী সভা করেন তিনি। শুভেন্দু বলেন, ‘দলের অনেকেই নিজেদের প্রার্থীদের সম্পর্কে খারাপ কথা বলেছে। অনেকেই আত্মতুষ্টিতে ভুগেছে। যার কারণে দলের প্রার্থীরা হেরেছেন। অন্য কেন্দ্রে দলের প্রার্থী জিতছে, আমাদের কেন্দ্রের প্রার্থী হারলে হারুক। এই ধরণের মনোভাব নিয়ে চলেছে অনেকে। যার কারণে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ হয়েছে।’
এই প্রসঙ্গে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘শুধু বিজেপি দলের অন্য নেতা-কর্মীরাই নায়, শুভেন্দু অধিকারীও ক্ষমতায় আসা নিয়ে আত্মতুষ্টিতে ভুগেছেন।’
খবর
কোভিডের ৫ বছর পর আরেক ভাইরাসের চোখ রাঙানি ! বেঙ্গালুরু, আমদাবাদের পর কলকাতাতেও HMPV
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement