Pegasus: দেশের ৪০-এরও বেশি সাংবাদিকের ফোন ট্যাপ, দাবি নিউজ ওয়েবসাইট 'দ্য ওয়ার' এর
৪০ জন ভারতীয় সাংবাদিকের ফোন হ্যাক (Journalist phone hack)। হ্যাক করা হয়েছে পেগাসাস স্পাইওয়্যার দিয়ে। দেশের প্রথম সারির সাংবাদপত্র, নিউজ চ্যানেল থেকে শুরু করে নিউজ পোর্টালের নামী সাংবাদিকদের ফোনে আড়ি। চাঞ্চল্যকর রিপোর্ট নিউজ ওয়েবসাইট ‘দ্য ওয়্যারের’। এই রিপোর্ট সামনে আসার আগে রবিবার দিনভর তুঙ্গে ছিল জল্পনা, চাঞ্চল্য ছিল দেশজুড়ে। সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগেই ফের একবার মাথাচাড়া দেয়- ফোনে আড়িপাতা বিতর্ক। সংসদে বাদল অধিবেশন শুরুর আগে রবিবার সকালে যখন স্পিকারের ডাকে সর্বদল বৈঠক শুরুর প্রস্তুতি চলছে, তখনই বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) ট্যুইট করেন, জোর গুজব, ভারতীয় সময় রবিবার সন্ধেয় ওয়াশিংটন পোস্ট, লন্ডন গার্ডিয়ানে একটি রিপোর্ট প্রকাশিত হতে চলেছে যেখানে, মোদি মন্ত্রিসভার সদস্য, আরএসএস নেতা, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং সাংবাদিকদের ফোনে আড়িপাতার জন্য ইজরায়েলের সংস্থা পেগাসাসকে ভাড়া করার কথা উল্লেখ করা হয়েছে। তার পর তিনি লেখেন, এ বিষয়ে নিশ্চিত হলে তালিকা প্রকাশ করব।