Coronavirus: করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
দেশে ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ রাত আটটায় ভিডিও কনফারেন্সিংয়ের মারফত এই বৈঠক শুরু হয় । দেশে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে সঙ্কটজনক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয় । সেই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে ভ্যাকসিনেশনের বিষয়েও আলোচনা হয় । পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আবহে বেশ কয়েকটি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শনিবার পঞ্চম দফা ভোটের দিন বাংলায় এসেছিলেন মোদি । এই নিয়ে বিরোধীরা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি । শনিবার মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানান এই কারণেই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথোপকথনই হয়নি ।
পঞ্চম দফার নির্বাচনে দেগঙ্গায় গুলি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এদিকে শান্তিপুরে প্রথমবার ভোট দিতে গিয়ে গুলিতে আহত হলেন যুবক।
পঞ্চম দফা ভোটের দিনে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র বিধাননগরের শান্তিনগর । দু'পক্ষের মধ্যে ইটবৃষ্টির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। আহত দুপক্ষের বেশ কয়েকজন। বুথের কাছে অবৈধ জমায়েতের অভিযোগ। তৃণমূল হুমকি দিচ্ছে, অভিযোগ বিজেপির । এমনকি এক মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে। বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তৃণমূলের।