PM Narendra Modi Varanasi Live: 'কীভাবে করোনাকে রুখতে হয়, দেখিয়েছে কাশী', বললেন প্রধানমন্ত্রী
বারাণসীতে (Varanasi) ১৫০০ কোটি টাকার বেশি প্রকল্পের শিলান্যাস প্রধানমন্ত্রীর (PM Narendra Modi)। তিনি বলেন, "করোনা ভয়ঙ্কর শক্তিতে হামলা করেছে। কিন্তু কাশী দেখিয়ে দিয়েছে কীভাবে সেই আক্রমণ রুখতে হয়। যেভাবে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) করোনার দ্বিতীয় ঢেউ সামলেছে, তা অভূতপূর্ব। আগে ইচ্ছাশক্তির অভাবে ছোট সঙ্কটও বড় আকার ধারণ করত। করোনা গত ১০০ বছরে সবথেকে বড় মহামারী। কিন্তু করোনা (Covid) মোকাবিলায় উত্তরপ্রদেশের প্রচেষ্টা বিশেষ ভাবে উল্লেখযোগ্য। আজ উত্তরপ্রদেশ করোনার ধাক্কা সামলে নিয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে যে পরিকাঠামো গড়ে উঠছে, তা ভবিষ্যতে করোনা মোকাবিলায় কাজে আসবে। উত্তরপ্রদেশে মেডিক্যাল কলেজের সংখ্যা ৪ গুণ বেড়ে গেছে। সাড়ে ৫০০ অক্সিজেন প্লান্ট তৈরি হয়েছে রাজ্যজুড়ে। কাশীতে পূর্বাঞ্চলের বৃহত্তম মেডিক্যাল হাব (Medical Hub) তৈরি হচ্ছে। করোনার সম্পূর্ণ শক্তিতে হামলা করেছে। কিন্তু কাশী দেখিয়েছে কীভাবে সেই আক্রমণ রুখতে হয়। উত্তরপ্রদেশে সবথেকে বেশি টিকাকরণ হয়েছে।"
![Delhi Stampede : নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা। 'অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা', বললেন যোগী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/7c5dcd63e7cf7f8d0014ea064225f19e1739701329298535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Delhi Stampede: শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম বদল ট্রেনের? হুড়োহুড়িতে নয়াদিল্লিতে মর্মান্তিক ঘটনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/707a11971be28e7a3a8a4f20d159c7a91739701891801535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede:ঘোষণার ভুলের জন্য হুড়োহুড়ি ! নয়াদিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল অন্তত ১৮ জনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/711029094cf0f99d5820deaf0d48877e1739700652584535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede : ট্রেনের ঘোষণায় গাফিলতির জেরে দুর্ঘটনা ! নয়াদিল্লির ঘটনায় প্রশ্নের মুখে রেলব্যবস্থা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/713e219af39d14015905f0dce93c70cb1739697741503535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Delhi Stampede : অতিরিক্ত ভিড়ের জেরে দুর্ঘটনা ? নয়াদিল্লি স্টেশনের ঘটনায় কী জানালেন পুলিশ আধিকারিক ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/46f31e5bba0a6bd362af44626d06909c1739696340943535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)