(Source: ECI/ABP News/ABP Majha)
Rail Ministry New Shift: দায়িত্ব নিয়েই মন্ত্রকের কর্মীদের কাজের সময় বদলালেন নতুন রেলমন্ত্রী
দায়িত্বভার নিয়েই দফতরের কর্মীদের কাজের সময় বদল করলেন নতুন রেলমন্ত্রী (Union Rail Minister) অশ্বিনী বৈষ্ণব। এবার থেকে রেলমন্ত্রকে দুটি শিফটে কাজ হবে। প্রথম শিফট সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এবং দুপুর ৩টে থেকে রাত ১২টা পর্যন্ত চলবে দ্বিতীয় শিফট। রেলের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র মন্ত্রকের কর্মীরাই এই শিফটের আওতায় পড়বেন। বাকি রেলকর্মীদের শিফটে বদল হচ্ছে না।
খড়ের বিছানায় চলছে খুনসুটি। বয়স মাত্র ১ দিন। কিন্তু তাতে কী? এর ওর নাকে মুখ ঘষে মজার খেলায় ক্লান্তি নেই। দার্জিলিংয়ের (Darjeeling) পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে (Padmaja Naidu Himalayan Zoological Park) বাড়ল রেড পান্ডার সংখ্যা। বাবা নোয়েল, মা শোভা। বুধবারই শোভার কোল আলো করে জন্ম নেয় এই দুই ফুটফুটে সন্তান। এই নিয়ে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে রেড পান্ডার (Red Panda) সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫। পৃথিবী থেকে প্রায় হারিয়ে যাওয়ার মুখে রেড পান্ডা। ভারতে যে তিনটি রাজ্যে রেড পান্ডা পাওয়া যায়, তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। এই পরিস্থিতিতে নতুন দুই রেড পান্ডার আবির্ভাবে খুশির হাওয়া পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে।