Rajastan Heat Wave: রাজস্থানের বিকানীরে তাপমাত্রা ৪৮ ডিগ্রি! গরম বালিতে সিদ্ধ হয়ে যাচ্ছে ডিম
ABP Ananda Live: তাপমাত্রা ছাড়িয়ে গেছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। রাজস্থানের (Rajastan) বিকানীরে এখন তাই গরম বালির মধ্যে ডিম রাখলে সিদ্ধ হয়ে যাচ্ছে। রাজস্থানের মরুভূমিতে এই তীব্র গরমেও সীমান্ত পাহারা দিচ্ছেন বিএসএফ জওয়ানরা। হিট স্ট্রোক থেকে তাঁদের বাঁচানোর জন্য লেবু জলের ব্যবস্থা আছে, জানাচ্ছে বিএসএফ।
অন্যদিকে, কেদারনাথে (Kedarnath) বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। খারাপ আবহাওয়ায় বেসামাল হেলিকপ্টার। ৭ যাত্রীকে নিয়ে বেসামাল কপ্টার। নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের সামনে অবতরণের আগে আকাশে ঘুরতে থাকে কপ্টার। নির্দিষ্ট অবতরণের জায়গা থেকে এক কিলোমিটার আগে জরুরি অবতরণ কপ্টারের। ভাগ্যক্রমে বাঁচলেন হেলিকপ্টারের মধ্যে থাকা তীর্থযাত্রীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।