(Source: ECI/ABP News/ABP Majha)
Srinagar Militant Leader Killed: শ্রীনগরে সেনার গুলিতে মৃত্যু শীর্ষ লস্কর কম্যান্ডারের
শ্রীনগরে সেনা-জঙ্গি সংঘর্ষে (Encounter in Srinagar) লস্কর কম্যান্ডার। নিহত পাকিস্তানের শীর্ষস্থানীয় (Pakistani Accomplice) লস্কর কম্যান্ডার ( LeT Commander)। উদ্ধার হয়েছে অস্ত্র। আহত ৩ ভারতীয় জওয়ান। শ্রীনগরের মালুরা পারিমপুরা এলাকায় অভিযান। অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এলাকায় চলছে চিরুনি তল্লাশি।
কালুচকের পর এবার সাঞ্জওয়ান। ফের জম্মুর সেনাঘাঁটির ওপরে দেখা মিলল ড্রোনের। সেনা সূত্রে খবর, গতকাল তিন-তিনবার সাঞ্জওয়ান সেনাঘাঁটির ওপর ড্রোন উড়তে দেখা যায়। প্রথমবার রাত ১টা ৮ মিনিটে, এরপর রাত ৩টে ৯ এবং শেষবার ভোর ৪টে ১৯ মিনিটে সন্দেহজনক ড্রোনকে চক্কর কাটতে দেখা যায়। মাথায় ছিল সাদা আলো। গতকাল কালুচক সেনা ঘাঁটির ওপরেও ড্রোন উড়তে দেখা যায়। অন্যদিকে, জম্মুর এয়ারফোর্স স্টেশনে ড্রোন-হামলার ঘটনার তদন্তভার নিল এনআইএ। জঙ্গি নাশকতা মোকাবিলায় এয়ারফোর্স স্টেশন চত্বরে মোতায়েন করা হয়েছে এনএসজি। গত একবছরে সীমান্তে সেনার নজরদারি বেড়েছে। সূত্রের খবর, জঙ্গিদের সাহায্য করতে সীমান্তের ওপার থেকে ড্রোন উড়ে আসার সংখ্যাও বেড়েছে গত একবছরে।
কাঁথি (Contai) সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ইস্তফার দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। শাসক দলের ভূমিকাকে কটাক্ষ বিজেপির। শুভেন্দু অধিকারীকে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি।