(Source: ECI/ABP News/ABP Majha)
Jammu Kashmir: অনন্তনাগে সেনা-জঙ্গি গুলির লড়াই, মৃত ২ ভারতীয় সেনা, আহত ১ ভারতীয় সেনা।
ABP Ananda LIVE: জম্মু কাশ্মীরের অনন্তনাগে সেনা-জঙ্গি গুলির লড়াই। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত ২ ভারতীয় সেনা, আহত ১ ভারতীয় সেনা । গুলিবিদ্ধ হয়ে মৃত ১ জন স্থানীয় বাসিন্দা, আহত আরও এক । তিন থেকে চারজন জঙ্গি লুকিয়ে আছে, জানালেন কাশ্মীরের আইজি।
ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে হুমকি-কাণ্ডে এবার চাকরি হারালেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। স্বামীর গ্রেফতারির পরই ছেলেকে নিয়ে বাড়ি ছেড়েছেন ধৃতের স্ত্রী। মত্ত অবস্থাতে হাসপাতালে ঢুকে ওই কীর্তি করেছে ছেলে, মনে করছেন বাবা। ধৃতের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বর্ধমান জেলা আদালত। RG কর হাসপাতালে কী হয়েছে জানেন তো? RG কর হাসপাতালে যা ঘটেছে তা আপনার সঙ্গে করে দেব। অভিযোগ, শুক্রবার রাতে মত্ত অবস্থায় এভাবেই নাকি পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ঢুকে কর্তব্যরত মহিলা চিকিৎসককে হুমকি দিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায়। ভাতার থানা অভিযোগ দায়েরের পর, শনিবারই গ্রেফতার করা হয় তাঁকে। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে তোলপাড়ের মধ্যেই ভাতারের এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। রবিবার দেখা গেল, ঘটনা প্রকাশ্যে আসার পরেই মাধপুর গ্রামে ধৃত সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ঝুলছে তালা।