Indain Railway: আর ৪ মাস নয়, ট্রেনের আসন সংরক্ষণ এখন থেকে করা যাবে ২ মাস আগে
ABP Ananda Live: 'রেল যাত্রীদের জন্য বড় সুখবর, আসন সংরক্ষণের যে সময়সীমা ছিল সেটা কমিয়ে ৬০ দিন করা হল। ১ নভেম্বর ২০২৪ থেকে সবাই ৬০ দিনের সময়সীমার মধ্যে টিকিট কাটতে পারবেন। লোকের যেকোনও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে যাতে সুবিধা হয় তার জন্যই রেলের এই পরিকল্পনা', জানালেন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের পার্সোনাল অফিসার একলভ্য চক্রবর্তী । আর ৪ মাস নয়, ট্রেনের আসন সংরক্ষণ এখন থেকে করা যাবে ২ মাস আগে। ২ মাস আগে বুক করা যাবে দূরপাল্লার ট্রেনের টিকিট। ১ নভেম্বর থেকে নতুন নিয়ম চালু। যাত্রীদের সুবিধার্থেই নিয়মে পরিবর্তন, দাবি রেলের।
আরও খবর, সেকেন্ড ইনিংসের প্রথম ম্যাচেই পুরনো ফর্মে কেষ্ট। জেলমুক্তির পর প্রথম জনসভা বীরভূম তৃণমূলের সভাপতির। মুরারইয়ের সভা থেকে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে বার্তা অনুব্রতর। খোঁজ নিলেন অনুপস্থিত কাজল শেখের। যদিও অনুব্রতর সভার আগে শুরু হয় বিশৃঙ্খলা।