Tocilizumab: মেডিক্যালে টসিলিজুমাব কাণ্ডের তদন্ত রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে
মেডিক্যালে টসিলিজুমাব কাণ্ডের তদন্ত রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। জোড়া তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। ‘তদন্তে কমিটির রিপোর্টে টসিলিজুমাব ইঞ্জেকশন তোলার ক্ষেত্রে বেনিয়মের উল্লেখ। নিয়ম ভেঙে ইঞ্জেকশন নিয়েছিলেন চিকিৎসক দেবাংশী সাহা। একজন মেডিক্যাল অফিসারের সাক্ষরের ভিত্তিতে এই ইঞ্জেকশন দেওয়া যায় না। প্রয়োজন ছিল আরএমও, সিনিয়র মেডিক্যাল অফিসার, ভিজিটিং ডক্টরের সাক্ষর। মেডিক্যাল অফিসার বা হাউস স্টাফের সাক্ষরে এই ইঞ্জেকশন দেওয়ার কথা নয়। ইঞ্জেকশন নেওয়ার সময়েই কোন রোগীর জন্য নেওয়া হচ্ছে উল্লেখ থাকতে হবে। কী ডোজে দেওয়া হবে টসিলিজুমাব তার উল্লেখ থাকতে হবে আবেদনে। কোনও নিয়মই এক্ষেত্রে মানা হয়নি। দুটি তদন্ত রিপোর্টই স্বাস্থ্য ভবনে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফেব্রুয়ারিতেই মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে নির্মল মাজির ইস্তফা’ ফেব্রুয়ারির সেই ইস্তফাপত্র চেয়ে পাঠাল স্বাস্থ্য ভবন, খবর কলকাতা মেডিক্যাল সূত্রে।


















