Middle East : আমেরিকার সবচেয়ে শক্তিশালী বোমা 'বাঙ্কার ব্লাস্টার' দিয়ে ইরানের ৩ পরমাণু কেন্দ্রে হামলা
ABP Ananda LIVE :আমেরিকার ইরান-অ্যাটাকের পর মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর পরিস্থিতি। ইরান-ইজরায়েল যুদ্ধের ১০ দিনে সংঘাত আরও তীব্র।ইরানের পারমাণবিক কেন্দ্রে আমেরিকার হামলা, কড়া প্রতিক্রিয়া তেহরানের। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির এক্স হ্যান্ডল পোস্ট, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আমেরিকা, রাষ্ট্রপুঞ্জের সনদ, আন্তর্জাতিক আইন গুরুতরভাবে লঙ্ঘন করে ইরানের পারমাণবিক কেন্দ্র আক্রমণ করেছে। এই জঘন্য ঘটনার চিরস্থায়ী পরিণতি অবশ্যম্ভাবী। রাষ্ট্রপুঞ্জের প্রত্যেক সদস্যকে এই মারাত্মক, আইন বহির্ভূত এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে। রাষ্ট্রপুঞ্জের সনদ অনুযায়ী। আত্মরক্ষার জন্য, ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষা করার জন্য সমস্ত বিকল্প পথ গ্রহণ করতে পারে।আমেরিকার এয়ার স্ট্রাইকের পর এবার ট্রাম্পকে হুঙ্কার ইরানের। 'আপনি শুরু করলেন, শেষটা আমরা করব'। 'এই অঞ্চলে আমেরিকার প্রত্যেক নাগরিক ও সেনা এখন টার্গেট'। সরকারি প্রচার মাধ্যমে ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি ইরানের।


















