Kashmir News: পহেলগাঁওকাণ্ডের পর ফের কাশ্মীর সফরে রাহুল, দেখা করবেন পুঞ্চের ক্ষতিগ্রস্তদের সঙ্গে
ABP Ananda LIVE : পহেলগাঁওকাণ্ডের পর ফের কাশ্মীর সফরে রাহুল, দেখা করবেন পুঞ্চের ক্ষতিগ্রস্তদের সঙ্গে। পুঞ্চের ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন লোকসভার বিরোধী দলনেতা।পহেলগাঁওকাণ্ডের পর দ্বিতীয়বার কাশ্মীর সফরে রাহুল গাঁধী। এর আগে ২৫ এপ্রিল তিনি কাশ্মীর গিয়েছিলেন। বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে ।
এ রাজ্যেও করোনার থাবা, আক্রান্ত ভর্তি ছিলেন হাসপাতালে, বড় খবর সরকারি সূত্রে
দেশজুড়ে ফের করোনার চোখরাঙানি। কেরল ও মহারাষ্ট্রে বাড়ছে আতঙ্ক। বেশ কিছু রোগী ভর্তি হাসপাতালেও। মুম্বই থেকে ফিরে গুরুগ্রামে করোনা আক্রান্ত ১ জন। এভাবেই এক জায়গা থেকে আরেক জায়গায় থাবা বিস্তার করছে ভাইরাস। এরই মধ্যে বাংলাতেও সিঁধ কাটল কোভিড। পশ্চিমবঙ্গে একজন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। যদিও তিনি এখন করোনা মুক্ত। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি মাসের গোড়ায় আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে এক মহিলা শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যা নিয়ে ভর্তি হন। পরীক্ষায় জানা যায়, তিনি কোভিড-19-এ আক্রান্ত। আইসোলেশনে এক সপ্তাহ রেখে ওই করোনা আক্রান্তকে ছেড়ে দেওয়া হয়।

















