Jote I.N.D.I.A: বিভিন্ন রাজ্যে আসন সমঝোতা প্রক্রিয়া অবিলম্বে চূড়ান্ত করার সিদ্ধান্ত বৈঠকে
আজ মুম্বইয়ে দ্বিতীয় দিনের বৈঠকে 'I.N.D.I.A'। ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কমিটিতে আছেন শরদ পাওয়ার, স্ট্যালিন, হেমন্ত সোরেন,সঞ্জয় রাউত, ডি রাজা, ওমর আবদুল্লারা। সমন্বয় কমিটিতে নেই সিপিএম।
সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করে নিতে চাইছে বিরোধী শিবির। পুরোদমে প্রস্তুতি শুরু করে দিতে চাইছে এক ছাতার তলায় আসা সব বিরোধী দলগুলিই। মূল্যবৃদ্ধি,বেকারত্ব, দুর্নীতি, বিভাজনের রাজনীতি মতো ইস্যুগুলিকে হাতিয়ার করে প্রচারে নামতে পারে I.N.D.I.A। এদিনের বৈঠকে ১৪ জনের সমন্বয় কমিটি তৈরি হয়।
ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটি: মোট ১৪ জন আছেন ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটিতে। বিভিন্ন রাজ্যে আসন সমঝোতা প্রক্রিয়া অবিলম্বে চূড়ান্ত করার সিদ্ধান্ত বৈঠকে। দেশের বিভিন্ন অংশে র্যালি-জনসভা করার সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের। 'জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া'র মতো স্লোগান বিভিন্ন ভাষায় প্রচার করার সিদ্ধান্ত।
![WB News : দত্তপুকুরকাণ্ডে ১৫ দিন পরেও মেলেনি মাথার খোঁজ। বামনগাছির পুকুরে তল্লাশিতে ডুবুরি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/91212fe0242ff7db37e588ef637b1fa91739874313715535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![WB Assembly: বিধানসভার অন্দরে বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী বাইরে ধর্নায় শুভেন্দু। গেটে কড়া নিরাপত্তা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/618a6e0679577cc922f177284bd27f941739873392399535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস, পাল্টা কী কৌশল শুভেন্দুর ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/965384f5d31d87ea8492288bc734b18d1739872287476535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mamata Banerjee : বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নায় শুভেন্দুরা। কী বার্তা মমতার ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/c4027e933e1b9f1d7bb2f305701ca5a31739871550947535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Lalon : বাংলাদেশে লালন স্মরণোৎসব বাতিল, বাংলার বুকে সেই লালনের গানেই হল 'রাগসেবা'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/99b4ca3a9f41e9a67846c5f54ec837da1739870928635535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)